গাইবান্ধা সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মোজাহার আলী বেপারী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় গিদার ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহার আলী বেপারী ওই ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর তালুকদার বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, প্রায় ২৫ বছর আগে শ্বশুরের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করেছিলেন মোজাহার আলী বেপারী। তবে জমির দলিল হস্তান্তরের আগেই শ্বশুর মারা যান। এ জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফেরেন দুই শ্যালক। বুধবার সন্ধ্যায় মোজাহার আলী দলিল করে দেওয়ার জন্য চাপ দিলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধলে গুরুতর আহত হন মোজাহার আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা হয়েছে। তবে অভিযুক্ত লুৎফর রহমান ও নবীর হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
