ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নানা আয়োজনে কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ডেস্ক রিপোর্টার
নভেম্বর ২৬, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা- ২০২৫অনুিষ্ঠত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এই মেলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা, ডা:মো:ফেরদৌসুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো:মাসুদ রানা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, খামারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা:মো:ফেরদৌসুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীরা দৃষ্টিনন্দন ২০ স্টল নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
স্টল গুলোতে ছিল উন্নতজাতের গাভী, ছাগল, ভেড়া , খরগোস, বিড়াল, কবুতর, হাঁস-মুরগি, পাখি সহ বিভিন্ন প্রজাতীর প্রাণী।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।