ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা ও সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটির নেতৃত্বে বিশাল একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যেই যেন জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হয়। নির্বাচন যাতে ভণ্ডুল না করতে পারে, সে জন্য বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আগামী দিনে জাতীয়তাবাদী দলের পতাকা বাংলার আকাশে উড়াতে হবে।”

পরে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল।

র‌্যালি ও সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, মো. আখতারুজ্জামান জুয়েল, মো. মোজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিত) বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক প্রভাষক মো. আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও পৌর মহিলা দলের সভাপতি জেসমিন বেগম, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার স্বপ্না, কোতোয়ালি মহিলা দলের সভাপতি সায়েকা বেগম, সিনিয়র সহ-সভাপতি জেসমিন সরকার, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তারসহ মহিলা দলের ১২টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন উপজেলা মহিলা দলের নেত্রী ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।