দিনাজপুরের চিরিরবন্দরে অটোচালকের চোখ উপড়ানো ও মুখমণ্ডল থেতলানো ও পোড়ানো মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি তালদিঘীরপাড় এলাকার ইউক্যালিপ্টাস বাগানে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরে এক ব্যক্তি জমি দেখতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে অন্যান্যরা এগিয়ে আসে এবং খবর থানা পুলিশে দেয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় জানা গেছে। নিহতের নাম ফজলে রাব্বি (২৮), তিনি বিরল উপজেলার রামনগর এলাকার বাসিন্দা ও পেশায় অটোচালক ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
