ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ৭, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ঢাকইল (অধিকারী পাড়া) গ্রামে শনিবার রাতের একটি দুর্ঘটনায় বিষধর সাপের কামড়ে কমলেষ অধিকারী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত কমলেষ অধিকারী ওই গ্রামের বিমল অধিকারীর একমাত্র ছেলে ছিলেন এবং পেশায় কৃষিকাজ করতেন। প্রতিবেশীরা জানান, শনিবার দিবাগত রাতে তিনি নিজের বাড়ীর দক্ষিণ দিকে অবস্থিত লিচু বাগানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।

আঘাতের পর কমলেষ অধিকারীকে পার্শ্ববর্তী পাড়ার এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চিরিরবন্দর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।