ঢাকামঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের পরিবার পেল বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা

ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ২, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রুপলাল দাসের পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা’র বন্ধুরা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামে রুপলাল দাসের নিজ বাড়িতে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাল,ডাল,তেল,কাঁচাবাজার ও মুরগী।

তারাগঞ্জ বাজার রোডের জুতাপট্টির রাস্তার পাশে বসে পুরাতন জুতা সেলাইয়ের কাজ করতো রুপলাল দাস। নিজের মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য যাচ্ছিলেন ভাগিন জামাইসহ। কিন্তু যাওয়ার সময় রাস্তায় উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট বটতলা নামক স্থানে কিছু মানুষ ভ্যানচোর সন্দেহে শ্বশুর ও জামাতাকে পিটিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই রুপলাল দাস নিহত হন ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভাগিন জামাই প্রদীপ দাস চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রুপলাল দাসের পরিবারের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি নজড়ে আসে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ও দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলনের। তিনি তৎক্ষণাৎ রুপলাল দাসের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা’র বন্ধুদের নির্দেশ দেন ও তাঁর ২ ছেলেমেয়ের পড়ালেখার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তাঁর নির্দেশ অনুযায়ী বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা’র বন্ধুরা খাদ্য সহায়তা রুপলাল দাসের পরিবারকে দেন।

রুপলাল দাস তাঁর ৬ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলো। রুপলাল দাসের মৃত্যুর পর অসহায় হয়ে পরে পরিবারটি। বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেয়ে চোখমুখে আনন্দের জোয়ার নেমে আসে রুপলাল দাসের পরিবারের সদস্যদের মাঝে।

বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা’র খাদ্য সহায়তা পেয়ে রুপলাল দাসের স্ত্রী মালতী রাণী দাস বলেন, ‘আমার পরিবারের অনেক উপকার করলেন। ভগবান বসুন্ধরার মঙ্গল করবেন। আমার স্বামীকে হারানোর পর আমি খুব মানসিক চাপে রয়েছি। বসুন্ধরা শুভসংঘ যে খাদ্য সহায়তা আমাকে করলো আমি কোনদিনও তা ভুলবোনা।’

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা’র উপদেষ্টা হরলাল রায়, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সদস্য নুর আলম বাদল, লালবাবু রায়, বিশ্বজিৎ রায়, জগদীশ রায়, আসাদুজ্জামান খান জামান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।