দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে জন্ম নিয়েছে এক বিস্ময়কর প্রতিভা। মাত্র ১৬ বছর বয়সেই নিজের হাতে তৈরি করেছেন একটি বিমান। নাম দিয়েছেন “দ্যা রয়েল স্কাই-১১০”।
রোববার (৩১ আগস্ট) বিকেলে সফলভাবে বিমানটি আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দেন অনুকূল রায়। হঠাৎ আকাশে বিমান ওড়তে দেখে এলাকাবাসীর মধ্যে দেখা দেয় তুমুল কৌতূহল। শিশু-কিশোর থেকে প্রবীণ পর্যন্ত সবাই মুগ্ধ হয়ে দেখেন এ দৃশ্য।
অনুকূল রায় জানান, বিমানটি তৈরি করতে তার দুই বছরেরও বেশি সময় লেগেছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে তিনি এই কাজ শেষ করেছেন। এর আগে ২০২৩ সালে তিনি একটি রোবট তৈরি করেছিলেন। সম্প্রতি আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা এ তরুণ বলেন, “আমি চাই আমার সৃজনশীল চিন্তাগুলো কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করতে। সরকার বা বিভিন্ন সংস্থার সহায়তা পেলে আরও বড় কিছু উদ্ভাবন করতে পারব।”
স্থানীয় শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন, “অনুকূলের মতো তরুণরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তার এই অর্জন শুধু গ্রাম নয়, পুরো উপজেলাকে গর্বিত করেছে।”
গ্রামবাসীরাও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অনুকূলের এই উদ্ভাবন গোটা এলাকার সুনাম বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে তার হাত ধরে আরও বড় প্রকল্প বাস্তবায়িত হবে বলে তাদের প্রত্যাশা।
ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, “আমি বিষয়টি জেনেছি। শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার জন্য সহযোগিতার উদ্যোগ নেব।”
অনুকূলের হাতে তৈরি বিমান শুধু একটি উদ্ভাবন নয়, বরং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। প্রমাণ করলেন—মনোযোগ, ধৈর্য আর পরিশ্রম থাকলে অসম্ভব কিছুই নয়।
