লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতে ভারতীয় কর্তৃপক্ষের নানা হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে। দহগ্রামবাসীর পক্ষে এ স্মারকলিপি পৌঁছে দেন জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। গত বুধবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে এটি দেওয়া হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন সাবেক প্রধান শিক্ষক এ কে এম সাহাবুদ্দিন মাস্টার ও রেজানুর রহমান রেজা। এতে উল্লেখ করা হয়- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনবিঘা করিডোর সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলে বাঁধা, স্থানীয় কৃষকদের কৃষিপণ্য (ধান, ভুট্টা, পাট, গম) এবং নির্মাণ সামগ্রী (ইট, সিমেন্ট, পাথর, বালু) পরিবহন করতে না দেওয়া, এছাড়াও ভারত নিয়ন্ত্রিত দহগ্রামে চলাচলের একমাত্র এ সড়কটি দিয়ে গবাদি পশু (গরু, মহিষ, ছাগল, ভেড়া) দহগ্রামে নিয়ে যেতে দেয়না এবং দহগ্রাম থেকে প্রতি সপ্তাহে ৬০ টির বেশি গবাদিপশু বের করতে দেওয়া হয়না। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দেরকে।
এছাড়াও তিস্তা নদীর ভাঙ্গন থেকে দহগ্রামকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ, ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মাপের সড়ক (তিনবিঘা করিডোর) পুরোপুরি বাংলাদেশের নিকট হস্তান্তর, বর্তমানে রাস্তার অপ্রশস্ততা ও অসুবিধা দূর করা এবং এখানে (দহগ্রামে) প্রস্তাবিত দু’টি বিজিবি ক্যাম্প দ্রুত স্থাপনের দাবি জানানো হয়।
এর আগে করিডোর সড়ক দিয়ে যাতায়াতে বিএসএফ কর্তৃক হয়রানির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দহগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। গত ২২ আগস্ট সন্ধ্যায় ওই ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে এ সমাবেশ করা হয়।
আনোয়ারুল ইসলাম রাজু বলেন, ‘প্রধান উপদেষ্টার কাছে আমরা যে স্মারকলিপি পেশ করেছি, তা এই এলাকার (দহগ্রামের) মানুষের ন্যায্য দাবির প্রতিফলন। দ্রুত সমস্যা সমাধানে সরকারের কাছে জোর অনুরোধ করছি। দাবি আদায় ও সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। স্মারকলিপির অনুলিপি স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, লালমনিরহাট জেলা প্রশাসক, ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এবং পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। এলাকাবাসী সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।‘
