লালমনিরহাটের আদিতমারি উপজেলার নামুড়ি বাজারে ‘নামুড়ি হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমি। তিনি বলেন, “এমন প্রত্যন্ত এলাকায় একটি আধুনিক মানের ডায়াগনস্টিক সেন্টার স্থাপন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে সাধারণ মানুষ অল্প খরচে উন্নত সেবা পাবে বলে আশা করছি।
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ জানান, রংপুর থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে অত্যন্ত স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তিনি আরও বলেন, “আগামী শুক্রবার থেকে আউটডোর বিভাগ চালু হবে। মাত্র ৩০ টাকা টিকিট মূল্যে এমবিবিএস চিকিৎসকরা নিয়মিত রোগী দেখবেন।
অনুষ্ঠানে সেবা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনছারুল ইসলাম, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ।
এসময় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
