ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ

ডেস্ক রিপোর্টার
আগস্ট ২৯, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার। সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ। অনুষ্ঠানে ইউআরসি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান, সরকারি প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, পতিত জমিকে চাষের আওতায় আনতে হবে। এ ধরনের প্রণোদনা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। তিনি আরও জানান, মাসকলাই মাটির উর্বরতা বাড়ায় এবং স্থানীয় খাদ্য চাহিদা পূরণেও সহায়ক।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, “মাসকলাই চাষ লাভজনক। কৃষকেরা সঠিকভাবে আবাদ করতে পারলে অল্প সময়েই ভালো ফলন পাওয়া সম্ভব।” তিনি কৃষকদের উদ্দেশে বলেন, কোনোভাবেই প্রণোদনার বীজ ও সার বিক্রি করা যাবে না।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ২০০ জন কৃষককে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।