ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সাঘাটায় বিধিমালা লঙ্ঘন করে মসজিদের পাশে করাত কল স্থাপন, তদন্তে বিভাগীয় টিম

ডেস্ক রিপোর্টার
আগস্ট ২৯, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী সরকারপাড়া আহলে হাদিস জামে মসজিদের পাশেই স্থাপিত আকন্দ “ছ” করাত কলের লাইসেন্স বাতিলের দাবি তুলেছে মসজিদ কমিটি ও স্থানীয়রা।

এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে প্রধান বন সংরক্ষকের কাছে লিখিত আবেদন করার পর বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সম্পন্ন করেন রংপুর বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা বন কর্মকর্তা এ.এইচ.এম শরীফুল ইসলাম মণ্ডল এবং উপজেলা পরিবেশ ও বন বিভাগ কমিটির সদস্য সচিব মো. আব্দুল মান্নান।

অভিযোগে বলা হয়, করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২ অনুযায়ী মসজিদ, মাদ্রাসা বা জনবসতিপূর্ণ এলাকা থেকে অন্তত ২০০ মিটার দূরে করাত কল স্থাপন বাধ্যতামূলক হলেও আকন্দ “ছ” মিলটি মসজিদ থেকে মাত্র ৩২ মিটার দূরে অবস্থিত। পাশেই রয়েছে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের পরিবারের বসতবাড়ি।

স্থানীয়রা অভিযোগ করেন, ২০২৩ সালের ৬ জুন করাত কল স্থাপনে বাধা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ মে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনও রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগ থাকা সত্ত্বেও ২০২৫ সালে ওই মিলের লাইসেন্স (নং-১০/২০২৫) নবায়ন করা হয়েছে বলে দাবি তাদের।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “মিলের শব্দদূষণে আমরা স্বাভাবিকভাবে বসবাস করতে পারছি না। মসজিদের পাশে করাত কল আইনবিরোধী। তাই সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।”

তবে করাত কলের মালিক আমিনুল ইসলাম আকন্দ দাবি করেন, “আমি নিয়ম মেনে লাইসেন্স নিয়েই মিল চালাচ্ছি।”

রংপুর বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সঠিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”

এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে অবিলম্বে করাত কলের লাইসেন্স বাতিল করে শব্দ ও পরিবেশ দূষণ থেকে স্থানীয়দের রক্ষা করার দাবি জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।