গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিদ্রোহ কুন্ড।
অনুষ্ঠানের শুরুতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ বিগত ওপেন হাউজ ডেতে জনসাধারণের উত্থাপিত অভিযোগ ও সমস্যাগুলোর প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা কী পদক্ষেপ নিয়েছেন তার বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন।
প্রধান অতিথি বিদ্রোহ কুন্ড বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও পুলিশের অংশীদারিত্বে অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
এসময় ভুক্তভোগী সাধারণ মানুষ প্রধান অতিথির কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান অতিথি তাৎক্ষণিকভাবে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সবুর খান, এসআই জহুরুল ইসলাম, এসআই মমিন, এসআই মামুন, আলমগীর হোসেন, কমিউনিটি পুলিশের সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, সদস্য সচিব সাগীর খান, অধ্যক্ষ আবুল কাশেম, প্রফেসর ওহাব মিয়া, মমতাজ মণ্ডল, দৈনিক দেশ সেবা প্রতিনিধি নুরুন্নবী মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সবুজ, সহকারী শিক্ষক আফজাল হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ বামনডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সেবা প্রত্যাশী জনসাধারণ ও সাংবাদিকরা।
