• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রেক্ষাপটে বাংলাদেশের জেন-জি ও আলফা প্রজন্মের শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রেক্ষাপটে বাংলাদেশের জেন-জি ও আলফা প্রজন্মের শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা চাঁদাবাজি রোধে জামায়াত সর্বশক্তি নিয়োগ করবে : শফিকুল মাসুদ বাংলাদেশ-চীন ইস্যুতে ভারতের নৌবাহিনীর শীর্ষ বৈঠক সরকারে দুই প্রজ্ঞাপনে নওশাবার নাম, যা বললেন তিনি ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে দুই সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিন হত্যা মামলা ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে’ ১৩১ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: জয়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার।

শেখ হাসিনার আর রাজনীতিতে ফিরবেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘আমার মা আর রাজনীতিতে ফিরবেন না। এত কঠোর পরিশ্রমের পরও সংখ্যালঘুরা তার (শেখ হাসিনার) বিরুদ্ধে যেতে পারে—এটা ভেবে তিনি খুবই হতাশ হয়েছেন।’

প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি জানান, গতকাল রবিবার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন শেখ হাসিনা। পরিবারের অন্য সদস্যরা জোর দেওয়ায় তিনি নিজের সুরক্ষার জন্য দেশ ছেড়েছেন।

জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন, তখন বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়। এটি একটি দরিদ্র দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার উদীয়মান বাঘ হিসেবে বিবেচিত। তিনি খুবই হতাশ।’


এ জাতীয় আরও খবর :