• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রেক্ষাপটে বাংলাদেশের জেন-জি ও আলফা প্রজন্মের শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রেক্ষাপটে বাংলাদেশের জেন-জি ও আলফা প্রজন্মের শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা চাঁদাবাজি রোধে জামায়াত সর্বশক্তি নিয়োগ করবে : শফিকুল মাসুদ বাংলাদেশ-চীন ইস্যুতে ভারতের নৌবাহিনীর শীর্ষ বৈঠক সরকারে দুই প্রজ্ঞাপনে নওশাবার নাম, যা বললেন তিনি ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে দুই সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিন হত্যা মামলা ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে’ ১৩১ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

দেশে ফিরছেন ভারত অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নেতা সালাহউদ্দিন আহমেদ। দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। আজ মঙ্গলবার মুঠোফোনে সালাহউদ্দিন আহমেদ আমাদের সময়কে এ তথ্য জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আজ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। ট্রাভেল পাসটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।’

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়।

সালাহউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।

গতবছর ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর ওই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য ভারতের আসাম রাজ্যের কাছে আবেদন করেন। আবেদনে তিনি জানান, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন।

আবেদনে সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, ২০১৬ সালের ১১ জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান এবং দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান।


এ জাতীয় আরও খবর :