• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রেক্ষাপটে বাংলাদেশের জেন-জি ও আলফা প্রজন্মের শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রেক্ষাপটে বাংলাদেশের জেন-জি ও আলফা প্রজন্মের শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা চাঁদাবাজি রোধে জামায়াত সর্বশক্তি নিয়োগ করবে : শফিকুল মাসুদ বাংলাদেশ-চীন ইস্যুতে ভারতের নৌবাহিনীর শীর্ষ বৈঠক সরকারে দুই প্রজ্ঞাপনে নওশাবার নাম, যা বললেন তিনি ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে দুই সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিন হত্যা মামলা ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে’ ১৩১ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

সংখ্যালঘুদের বাড়িঘর রক্ষা করার আহ্বান ছাত্রদলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ সরকার; ছাত্র-জনতার অভ্যুত্থানে সে দুঃশাসনের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

গতকাল সোমবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি সবাইকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আজকে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের পেছনে যারা কাজ করেছেন তাদের আমরা অভিবাদন জানাচ্ছি।’

নাসির উদ্দীন নাসির বলেন, ‘গত দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত তিনটি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এ দেশের মানুষকে জিম্মি করে, ভোট ডাকাতি করে যে অরাজকতা সৃষ্টি করেছে, একইসঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষকে দোষারোপ করার যে সংস্কৃতি তৈরি করেছে, সেটি আজকেও আমরা দেখতে পাচ্ছি।’

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর রক্ষায় ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে, সংখ্যালঘুদের বাড়িঘর আপনারা রক্ষা করুন।’


এ জাতীয় আরও খবর :