• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রেক্ষাপটে বাংলাদেশের জেন-জি ও আলফা প্রজন্মের শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ এর প্রেক্ষাপটে বাংলাদেশের জেন-জি ও আলফা প্রজন্মের শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা চাঁদাবাজি রোধে জামায়াত সর্বশক্তি নিয়োগ করবে : শফিকুল মাসুদ বাংলাদেশ-চীন ইস্যুতে ভারতের নৌবাহিনীর শীর্ষ বৈঠক সরকারে দুই প্রজ্ঞাপনে নওশাবার নাম, যা বললেন তিনি ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ দেবে দুই সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিন হত্যা মামলা ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা পালাতে গিয়ে খালবিলে মাছের মতো ধরা পড়ছে’ ১৩১ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

আত্মগোপনে প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

রাজধানীর হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের বাসভবনে ভাঙচুর ও হামলা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিছিল নিয়ে প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে ঢুকে পড়েন বহু মানুষ। বিকেল সাড়ে পাঁচটার দিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত বিক্ষোভকারী বিকেল পৌনে পাঁচটার দিকে বাসভবনের ভেতরে ঢুকে পড়েন। তখন নিরাপত্তারক্ষী ছিলেন না। বাসভবন ভাঙচুরের পাশাপাশি সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে বিদ্যুৎ–সংযোগ ছিল বিচ্ছিন্ন। এর কিছুক্ষণ আগে প্রধান বিচারপতি বাসভবন থেকে পালিয়ে অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে যান।

উল্লেখ্য, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানব নেত্রকোণা আওয়ামীলীগ নেতা ডা: আখলাকুল হোসাইনের পুত্র। গতবছর ২৫ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের ২৪ তম প্রধঅন বিচারপতি নিযুক্ত হন। এর আগে তিনি হাইকোর্ট ডিভিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৩০ জুন তাকে বিচারপতি নিয়োগ দেয়া হয়। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তিনি আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন।

এর আগে গণবিক্ষোভের মুখে আজ দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরপর ঢাকার রাস্তান হাজার হাজার মানুষ নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় গণভবনে ঢুকে ভাঙচুর করেছেন একদল মানুষ। আরও বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে প্রধান বিচারপতির বাসভবন আক্রান্ত হওয়ার আগে থেকেই কাকরাইল মোড়ে অবস্থিত জাজেস কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।


এ জাতীয় আরও খবর :