বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটকসহ সব বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, বর্তমান সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছে।
এর আগে সন্ধ্যায় রাষ্ট্রপতি তার বাসভবন গণভবনে সেনাপ্রধানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে সংসদ ভেঙে অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি আলোকপাত করবেন।