দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় স্বপ্নপুরীর মালিক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আসামি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বড় চাচা, স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও জাতীয় পার্টির জেলা সভাপতি দেলোয়ার হোসেন।
এদিন আদালতে আত্মসমর্পণ করেন দেলোয়ার হোসেন, তাঁর ছেলে মোহাম্মদ নিশাত, স্বপ্নপুরীর ম্যানেজার মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী সবুজ মিয়া, আলহাজ্ব আজিজুল হক, জামিনুর ইসলাম, মো. আজিজুর রহমান, মো. সানোয়ার হোসেন, নুরুজ্জামান জুয়েল এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।