ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিস্ফোরক মামলায় স্বপ্নপুরীর মালিক দেলোয়ার হোসেনসহ ১০ জন কারাগারে

ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় স্বপ্নপুরীর মালিক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আসামি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের বড় চাচা, স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও জাতীয় পার্টির জেলা সভাপতি দেলোয়ার হোসেন।

এদিন আদালতে আত্মসমর্পণ করেন দেলোয়ার হোসেন, তাঁর ছেলে মোহাম্মদ নিশাত, স্বপ্নপুরীর ম্যানেজার মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী সবুজ মিয়া, আলহাজ্ব আজিজুল হক, জামিনুর ইসলাম, মো. আজিজুর রহমান, মো. সানোয়ার হোসেন, নুরুজ্জামান জুয়েল এবং নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।