ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

হাবিপ্রবি’তে ইংরেজি বিভাগের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক রিপোর্টার
আগস্ট ২৯, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের আয়োজনে বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি ও খেলার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতি উৎসাহিত করেন।

এবারের টুর্নামেন্টে ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দীপক কুমার সরকার, প্রফেসর নওশের ওয়ান, সহকারী অধ্যাপক মোঃ লুৎফুল আরাফাত, মো: ফয়সাল হক , এ.এস.এম. মাহবুবুর রহমান, হাসি আক্তার।

এ সময় ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দীপক কুমার সরকার বলেন, খেলাধুলা জীবনের সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইংরেজি বিভাগের এরকম একটি আয়োজনের সফলতা কামনা করছি। ভবিষ্যতে এরকম আরও আয়োজনের ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।